photo

কিভাবে ফেসবুক অপটিমাইজেশন কাজ করে

আপনি অডিয়েন্স নির্বাচন করার পর ফেসবুক আপনাকে হেল্প করবে, আপনি যদি " মোবাইল ফোন "নির্বাচন করেন, তাহলে ফেসবুক জানে যে কিছু মানুষ আছে এই অডিয়েন্সে যারা অন্যদের থেকে "মোবাইল ফোন" তে বেশি আগ্রহী। এ জন্য ফেসবুক কঠিন ভাবে চেষ্টা করে শুধুমাত্র তাদের কাছে এড পৌঁছানোর জন্য এবং বাকিদের কাছ থেকে এড দূরে রাখার জন্য।

অবশ্যই আপনার টার্গেটিং এর ভ্যালু আছে। কিছু মানুষ লিঙ্ক ক্লিক করতে পছন্দ করে, আবার কিছু মানুষ ভিডিও দেখতে পছন্দ করে, কিছু মানুষ শুধু লাইক দেয়। এখানে সব ধরণের অডিয়েন্স এর মান আলাদা আলাদা। আপনার এড সেটের নিচের দিকে আপনি আপনার এডের অপ্টিমাইজ ফেসবুক কেমন ভাবে করবে, সেটা নির্বাচন করে দিতে পারবেন। এখানে আপনি কোনটা নির্বাচন করলেন, সেটার উপর ফেসবুক তাদের ডাটাবেসে থাকা মানুষকে আপনার এডের জন্য রেডি করবে।

ফেসবুকের অনেক ডাটা আছে, কারণ ফেসবুকের বয়স ভালোই হয়েছে, অনেক মানুষ অনেক ধরণের তথ্য ফেসবুক কে দিয়েছে তাই এখানে একজন advertisers যত তার এডকে অপ্টিমাইজ করতে পারবে, ফেসবুকও তার অলগারিদমে অনেক কিছু করতে পারবে।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।

Office Address :
Confidence Tower, Building-2, 7D, 7th Floor, Shahjadpur Bus-Stand, Gulshan, Dhaka-1212.

Hotline : 01792-395969

Email : Info@monoputo.com