photo

কন্টেন্ট এ 3-Geared approach ব্যবহার

কন্টেন্ট মার্কেটিং হলো ফেসবুক মার্কেটিং করার একটা উপাদান, যা খুবই পাওারফুল একটা টুলস মানসম্মত ট্র্যাফিক এবং লিড জেনারেশনের ক্ষেত্রে। এটা খুব জনপ্রিয় একটা কথা " Content is king"। চ্যালেঞ্জ টা হচ্ছে কন্টেন্ট হতে হবে মানসম্মত, অরিজিনাল এবং রেগুলার বেসিস এবং এটা আপনার সব ধরণের ক্রেতার কাছে পৌঁছাতে হবে।

★★★ 3-Geared Approach কি?

★ Entertain :

ফেসবুকে মানুষ কোন কিছু কেনার লক্ষ্য নিয়ে ঘুরে বেড়ায় না, ঘুরতে ঘুরতে কিছু ভালো লেগে গেলে সিদ্ধান্ত নেয় কিনবে কি কিনবে না। তাই সবার আগে আপনার ক্রেতাকে আকৃষ্ট করা জরুরি, সেটা সেল পোস্ট দিয়ে না, বিভিন্ন রকমভাবে Entertain করে, আর যারা এটা পারছে না, তারা ব্যর্থ হচ্ছে।

★ Educate :

কেউ কোন কিছু কেনার আগে জিনিসটা সম্পর্কে জানতে চায়, তার মনে বিভিন্ন প্রশ্ন আসে, তাই কোন প্রোডাক্ট অথবা সার্ভিসে অফার করার আগে সেই প্রশ্নগুলার উত্তর দেন, প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে মানুষকে জানান বিভিন্নভাবে।

★ Excite :

ফেসবুক পোস্টে আপনাকে প্রোডাক্ট এবং সার্ভিসের উপর বিভিন্ন অফার, ডিস্কাউন্ট দিতে হবে, এটাকে Exciting Content বলা হয়ে থাকে। আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন, একই প্রোডাক্ট অথবা সার্ভিস অফার ছাড়া আর অফার সহ দুইটা পোস্ট পেইজে দিয়ে, কোনটাতে ভালো সাড়া পাওয়া যায়।