photo

বিজনেস পেইজের স্পর্শহীনতা মানেই ব্যবসার ব্যর্থতা

এফ কমার্স বিজনেস ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণের ভিতর একটা প্রধান কারণ হলো ফেসবুক পেইজের পোস্টে মানুষের থেকে প্রোডাক্টের প্রতি বেশি ফোকাস করা হয়। আর এই জন্য সম্পূর্ণভাবে মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে পেইজটি।

সেল, ডিস্কাউন্ট, অফার ছাড়া সেই সব পেইজে আর কিছু দেখতে পাওয়া যায় না। এটা একজন ক্রেতার জানা খুব জরুরি যে, কেন সে আপনার কাছ থেকে কোন কিছু কিনবে অথবা সার্ভিস নিবে, সেগুলি জানানো হচ্ছে না পোস্টে। পেইজ ওপেন করার দিন থেকেই প্রোডাক্ট অথবা সার্ভিসের অফার দিয়ে পোস্ট করা শুরু হচ্ছে। এটা মনে রাখতে হবে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, কোন পোস্টার অথবা লিফলেট না, তাই এখানে আপনার আচরণও হতে হবে সোশ্যাল। শুধু সেল পোস্ট না করে, উপকারী পোস্ট, সমসাময়ীক পোস্ট সহ মানুষকে পেইজে ভেড়ানোর পোস্ট করতে হবে নিয়মিত।

যেখানে সব কিছু প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেখানে একটা ব্র্যান্ড গড়ে উঠে মানুষের ভালোবাসা আর হৃদয় থেকে, আর সেটাই প্রকৃতভাবে দীর্ঘদিন টিকে থাকে। তাদের ভিত্তি অনেক শক্তিশালি কারণ, এটা "র মার্কেটিং" যা মানুষ নিজেই করেছে, কোন এড ক্যাম্পেইন করার আগেই।