photo

প্রফেশনাল কোম্পানি কেনো ৫ হাজার টাকায় ওয়েবসাইট দিতে পারেনা

মনে করুন, আপনার জন্য খুব সাধারণ একটি ই-কমার্স সাইট বানাবে কোন এক প্রোফেশনাল আইটি কোম্পানি। তাহলে তাদের যে যে জিনিস বিবেচনা করতে হয়।

• অফিস ভাড়া
• বিদ্যুৎ বিল
• ইন্টারনেট বিল
• ডেভলপারের দক্ষতা অনুযায়ী বেতন
• অন্যান্য খরচ

এখন আপনার মনে হতে পারে যে, তাহলে যারা বাসায় বসে কাজ করে তাদের তো আলাদা কোন খরচ হয় না তাই তারা ৫ হাজারেও পারে।

তাহলে মনে রাখবেন একা মানুষ কখনোই একটা কোম্পানির সমান সাপোর্ট আপনাকে দিতে পারবে না। যারা কোম্পানি হিসাবে কাজ করে তারা আপনার যে কোন সমস্যা খুব দ্রুত সময়ের ভেতর সমাধান দিবে এবং তাদের সুনাম রক্ষার জন্য আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে যেটা কখনোই আপনি একজন মানুষের কাছে আশা করতে পারবেন না। এছাড়াও একা কাজ করার রয়েছে নানান প্রতিবন্ধকতা।

কোম্পানি করতে বৈধ লাইসেন্স থাকতে হয়, ট্যাক্স দিতে হয় এবং বিভিন্ন আইটি সংস্থার সদস্য( যেমনঃ বেসিস(BASIS), ই-ক্যাব(eCAB) ইত্যাদি ) হতে হয়। এবার সব মিলিয়ে ভাবুন একটা কোম্পানি যদি শুধু ৫ হাজার টাকার ওয়েবসাইট করে চলতে চাই তাহলে কি সেটা আসলেই চলতে পারবে বা তাদের গুণগত মান ধরে রাখা সম্ভব হবে???? উত্তর হল না, পারবে না।

তাই বুদ্ধিমানরা আইটির যাবতীয় সাপোর্ট নিতে ব্যক্তি নয়, কোম্পানির সাপোর্ট নেয়।

আপনার যে কোন আইটি সাপোর্টে জন্য যোগাযোগ করুন monoputo.com