photo

প্রতিষ্টানের জন্যে মানসম্মত লোগো

আপনার ব্যবসায় বা প্রতিষ্ঠানের জন্য লোগো করাতে চাচ্ছেন? তার আগে জেনে নিন লোগো সম্পর্কে কিছু কথা।

➡️ লোগোর প্রয়োজনীয়তা কেমন?

একটা ব্যবসায় বা প্রতিষ্ঠান সৃষ্টি, পরিচালনা ও সফলতার ক্ষেত্রে লোগোর প্রয়োজনীয়তা বলে শেষ করার মতো নয়। যেমন-

✔️ এটা ব্যবসায় বা প্রতিষ্ঠানকে একটা ইউনিক আইডেনটিটি বা পরিচিতি দেয়।

✔️ এটা ঐ ব্যবসায় বা প্রতিষ্ঠানের প্রফেশনালিজম শো করে এবং মানুষের মনে প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্বাস বাড়ায়। যেটা ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনের ক্ষেত্রে বেশ জরুরি।

✔️ একটা লোগো একটা ব্যবসায় বা প্রতিষ্ঠানের ফাউন্ডেশনই নয় শুধু বরং প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ’এসেট’ হিসেবে গণ্য হয়। যেটার দাম দিনে দিনে বাড়তে থাকে।

➡️ কেন লোগো ডিজাইন Monoputo থেকেই করাবেন?

প্রথম কথা Monoputo একটা Business Service Firm. ব্যবসায় সংক্রান্ত সম্ভাব্য সকল সেবাই দিয়ে থাকে। সে হিসেবে অন্য সাধারণ গ্রাফিক্স ডিজাইন ফার্ম/ব্যক্তির চেয়ে Monoputo এর ডিজাইনারদের ব্যবসায় সংক্রান্ত জ্ঞান এবং অভিজ্ঞতা অনেক বেশি। Monoputo এর ডিজাইনাররা বোঝেন-

✔️ আপনার কনসেপ্ট মতো লোগোটা কেমন হওয়া উচিত। লেটার মার্ক লোগো হবে, আইকন মার্ক হবে না কম্বিনেশন মার্ক হবে।

✔️ কোন কালার টা আপনার ব্যবসায় বা প্রতিষ্ঠান সেক্টরের সাথে যাবে। যেমন গ্রীন ব্যবহৃত হয় অর্গানিক পণ্য ও এগ্রিকালচারাল বিজনেস এর লোগোর জন্য। ব্লুকে বলা হয় কালার অব ট্রাস্ট। ব্লু ব্যবহৃত হয় ব্যাংক, বীমা, সিকিউরিটি কোম্পানি ইত্যাদির ক্ষেত্রে, রেড ও ইয়োলো হচ্ছে কালার অব এক্সাইটমেন্ট, ব্যবহৃত হয় ফুড ও রেস্টুরেন্ট এর ক্ষেত্রে।

✔️ আমাদের ডিজাইনাররা লোগো ডিজাইনের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার খেয়াল রাখেন- ’কোন টাইপের লোগো গুলো মানুষ দেখেই পছন্দ করে ফেলে এবং আমৃত্যু মানুষের মনে থাকে।’
এগুলোর আলোকেই Monoputo এর ডিজাইনার’রা লোগো ডিজাইন করে থাকেন।

➡️ কীভাবে Monoputo লোগো ডিজাইন করে থাকে?

আমরা প্রথমে মনোযোগ দিয়ে ক্লায়েন্ট এর সমস্ত কথা শুনি। তার কনসেপ্ট/আইডিয়া পরিষ্কার বোঝার চেষ্টা করি। পরবর্তি ধাপে তার আইডিয়া, আমাদের পূর্ববর্তী ডিজাইন অভিজ্ঞতা ও বর্তমান ট্রেন্ড ইত্যাদির বিবেচনায় বিভিন্ন আঙ্গিকে কয়েকটা কনসেপ্ট দাঁড় করাই। তারপর ই লোগো ডিজাইন এর মূল কাজ শুরু করি এবং কয়েকটা স্যাম্পল ক্রিয়েট করে ক্লায়েন্টকে পাঠাই। ক্লায়েন্ট এর মতামত ও আমাদের মতামতের ভিত্তিতে একটা স্যাম্পল ফাইনাল হয়। সেটাকে প্রয়োজন মতো কাস্টমাইজ করে ফাইনাল টাচ দিয়ে ফাইনাল লোগো ক্রিয়েট করা হয়।

এখানেই শেষ নয়। ক্লায়েন্ট এর চাহিদা মতো বাস্তব জীবনে এই লোগো টা কেমন দেখাবে সেটাও ‘মকআপ’ ডিজাইন করোর মাধ্যমে আমরা প্রদর্শন করে থাকি। যেমন- বিলবোর্ডে, দোকানের সাইনবোর্ডে, প্রোডাক্ট এর গায়ে ইত্যাদিতে বসিয়ে।

Monoputo থেকে Logo Design করানোর আরো একটা বড় সুবিধা হচ্ছে আমরা আনলিমিটেড রিভিশন সার্ভিস দেই। অর্থাৎ আপনি একবার লোগো অর্ডার করলে আপনার পছন্দ না হওয়া পর্যন্ত যতবার প্রয়োজন ডিজাইন করে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আপনাকে Monoputo- এ স্বাগতম। আপনার ব্যবসায়/প্রতিষ্ঠানের জন্য মডার্ণ, ইউনিক ও পারফেক্ট একটা লোগো ডিজাইন করিয়ে নিতে এখনই আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন কিংবা কল করুন 01792-395969 নম্বরে।