photo

এফ-কমার্স কি এবং এর সুবিধাসমূহ

এফ-কমার্স ইলেক্ট্রনিক্স কমার্সের একটি অংশ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ব্যবহার করে পন্য বা সেবা ক্রয় বিক্রয় এবং প্রচার করাই হচ্ছে এফ-কমার্স। অনলাইনে পন্য বা সেবা ক্রয় বিক্রয় এবং প্রচারের জন্য অতন্ত সহজ ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে এফ-কমার্স। ফেইসবুক পেইজে পন্য বা সেবা প্রদর্শন, মূল্য সংযোজন, পন্যের বিস্তারিত বিবরন সহ পন্য ক্রয় বিক্রয়ের যাবতীয় কার্যক্রম খুব সহজেই করা যায় ফলে নতুন উদ্যোক্তাদের নিকট এটি বেশ জনপ্রিয়।

এফ-কমার্স এর বিশেষ সুবিধা সমূহ নিম্নে উপস্থাপন করা হলোঃ-

১. অল্প পুঁজি বা কোনও রকম ইনভেস্ট ছাড়াই এই ব্যবসা শুরু করা যায়।

২. পড়াশোনা, চাকুরী, কাজের পাশাপাশি বা অবসর সময়ে এই ব্যবসা করে উপার্জন করা সম্ভব।

৩. আপনার ফেইসবুক আইডির মাধ্যমে আলাদা পেইজ খুলে এই ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন সবাইকে আপনার পন্য বা সেবা গ্রহনের জন্য আমন্ত্রন পাঠাতে পারবেন।

৪. এই ব্যবসা শুরু করার জন্য বেশী ইনভেস্টের প্রয়োজন নেই নিজস্ব বুদ্ধিমওা প্রয়োগ করে সঠিক সময়ে সঠিক সিদান্ত এবং উপযুক্ত পন্য নির্বাচন আপনাকে সফলতা এনে দিবে।

৫. উপযুক্ত পন্য নির্বাচন এবং সঠিক সময়ে পন্য বা সেবা প্রচারের মাধ্যমে এই ব্যবসায়ে খুব দ্রুত সফল হওয়া সম্ভব।

৬. কোনও রকম দোকান বা শো-রুম এমনকি ওয়েবসাইট ছাড়াই এই ব্যবসা শুরু করা যায়।

ফেইসবুক পেইজ খুলে খুব সহজেই আপনি আপনার ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য আইটি স্পেশালিস্ট বা পূর্ব অভিঙ্গতা থাকার প্রয়োজন নেই। তাই যে কেউ ফেইসবুক ভিওিক ই-কমার্স শুরু করতে পারেন। বিভিন্ন সোর্স থেকে পন্য সংগ্রহ করে পন্যের ছবি আপলোড করে এবং পন্যের বিস্তারিত বিবরন প্রদান করে আপনার পেইজ আকর্ষনীয় করে সাজিয়ে নিতে হবে।

এফ-কমার্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং এফ-কমার্স সম্পর্কিত যে কোনো সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।
ফোন নম্বর: 01792-395969, অফিস: কনফিডেন্স টাওয়ার-২, লেভেল-৭/ডি, গুলশান, শাহজাদপুর।