photo

ই- কমার্সে ফটোগ্রাফি

প্রোডাক্ট ফটোগ্রাফির গুরুত্ব -

প্রোডাক্টের প্রফেশনাল ফটোশুট করতে আমরা এতো অবহেলা কিংবা পেশাদারিত্বের অভাব কেন দেখাই?
আপনি ই-কমার্সে কাজ করতে চান, বেশ! ই-কমার্স ব্যবসায় প্রোডাক্ট ফটোগ্রাফি এতটা গুরুত্বপূর্ণ এই কারণে যে, বিপুল পরিমাণ বিক্রি নিশ্চিত করা অথবা তার বিপরীতে প্রচুর পরিমাণ ক্রেতা হারানোর মূল পার্থক্যকারী বিষয় এই প্রোডাক্ট ফটোগ্রাফি। কারন, আপনার পেইজ কিংবা ওয়েবসাইট থেকে কাস্টমার ফিজিক্যালি উপস্থিত হয়ে প্রডাক্ট দেখার সুযোগ পাচ্ছে না। কোয়ালিটি দেখতে পারছে না। যাচাই করার সুযোগ নেই। তাহলে আপনাকে কি করতে হবে? কাস্টমারদের জন্য আপনার প্রোডাক্ট এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে তারা ছবি দেখেই প্রোডাক্টের প্রতি প্রথমে আকর্ষিত হয়। ছবি দেখেই যেন তারা কোয়ালিটি বিবেচনা করতে পারে। যাচাই বাচাই করতে পারে। এমনভাবেই আপনাকে প্রোডাক্ট উপস্থাপন করতে হবে।
অন্যের পেইজ, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ছবি চুরি করে ব্যবহার করবেন? কাস্টমারদের বিভ্রান্তি তে ফেলে দিবেন? অবশ্যই না...

অন্য প্রোডাক্টের ছবি ব্যবহার করে ডেলিভারি করবেন আরেকটা প্রোডাক্ট। হয়ত এই সুযোগ কিছু ভুয়া ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিচ্ছে। তাদের জন্য যারা ই- কমার্সে প্রফেশনালি কাজ করতে চায়, তাদের ভালো জায়গা তৈরি হচ্ছে না।

ধরে নিলাম আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনেক উন্নত। দেশ সেরা। কিন্তু যদি আপনি প্রফেশনাল ফটোশুট এবং ডিজাইন না করে ই-কমার্সে প্রোডাক্ট নিয়ে হাজির হন, তাহলে আপনার প্রোডাক্ট কোয়ালিটি কাস্টমার বুঝতে পারবে না। লোকাল প্রোডাক্ট, যেগুলা মানসম্মত না কাস্টমার সেভাবেই বিবেচনা করবে এবং আপনার প্রতিষ্ঠান ফলস ভাবতেও শুরু করবে কাস্টমার