photo

অনলাইন বিজনেসে যা যা প্রয়োজন

ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স এমন একটি মাধ্যম, যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে। সহজ কথায় বলা যায়, ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু বিক্রয় করাকেই আমরা ই-কমার্স বলে থাকি। ই-কমার্স হলো মূলত অনলাইন ভিত্তিক ব‍্যবসা। ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, ল‍্যাপটপ, কম্পিউটার, ট‍্যাব দ্বারা পরিচালিত ব‍্যবসা ই-কমার্স। এখন আধুনিক যুগে ই-কমার্স সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এখন অনেক উদ‍্যোক্তা কাজ করে তাদের স্বপ্ন পূরণের পাশাপাশি ক‍্যারিয়ার গড়ে তুলছে।

💠💠 ই-কমার্সের কয়েকটি ধাপ 💠💠

☀ ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে ব‍্যবসা প্রতিষ্ঠান (B2B)

☀ ব‍্যবসা থেকে ভোক্তা (B2C)

☀ ভোক্তা থেকে ভোক্তা (C2C)

☀ ব‍্যবসা থেকে সরকার ( B2G)

এছাড়াও ই-কমার্সে আরো কিছু বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা হয়। সেগুলো হলো...

🔴 পার্সোনাল ব‍্যান্ডিং

🔴 নিজের পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান

🔴 ভালো কন্টেন্ট রাইটিং

🔴 ভালো মানের পণ্যের ফটোগ্ৰাফি।

💠 ব্যবসা থেকে ব্যবসা (B2B)

সাধারণত এটি সম্পাদিত হয় ব্যবসা থেকে ব্যবসা অথবা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। আমাদের দেশে শতকরা ৮০ শতাংশের মতো ইলেকট্রনিক কমার্স ভোক্তা আছে।

💠 ব্যবসা থেকে ভোক্তা (B2C)

এই প্রক্রিয়া সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন ভোক্তাকে পৌঁছে দেয় তখন আমরা একে ব্যবসা থেকে গ্রাহক/ভোক্তা বলে থাকি।

💠 ব্যবসা থেকে সরকার (B2G)

ব্যবসা থেকে সরকার ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় খাতের মধ্যে। এটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে রাষ্ট্রীয় কেনা/বেচা, লাইসেন্স সংক্রান্ত কার্যাবলী, কর প্রদান ইত্যাদি ক্ষেত্রে।

💠 ভোক্তা থেকে ভোক্তা (C2C)

ভোক্তা বা গ্রাহক থেকে ভোক্তা/গ্রাহক অথবা একাধিক ব্যক্তি ও গ্রাহকের মধ্যে যখন কোনো ইলেকট্রনিক বাণিজ্য সম্পাদিত হয় আমরা তাকে (C2C) বলে থাকি। ইলেকট্রনিক কমার্স ও অনলাইন নিলামের মাধ্যমে সাধারণত এই ধরণের বাণিজ্য হয়।

💠 মোবাইল কমার্স (m-commerce)

তারবিহীন যন্ত্রের মাধ্যমে তথ্য আদান-প্রদান অথবা অর্থ প্রেরণ ও গ্রহণকে বোঝায়। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ধরণের বাণিজ্য জনপ্রিয়তা লাভ করছে।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।

Office Address :
Confidence Tower, Building-2, 7D, 7th Floor, Shahjadpur Bus-Stand, Gulshan, Dhaka-1212.

Hotline : 01792-395969

Email : Info@monoputo.com

Web : www.monoputo.com