photo

CV/Resume Writing

প্যাকেজ নাম: Professional CV/Resume তৈরী

প্যাকেজ মূল্য: ৫০০ টাকা

এই সিভি/রিজুমি Package এর সাথে LinkedIn এবং bdjobs প্রোফাইল তৈরী করে নিতে পারেন একবারেই বিনামূল্যে।

ইমেইল: cv@monoputo.com

বুকিং হটলাইন: ০১৭৯২৩৯৫৯৬৯

শুধুমাত্র ভালো মানের সিভি/রিজুমি এর অভাবে অনেকেই কাঙ্খিত চাকরি পাচ্ছেন না কিংবা নিয়োগদাতা থেকে ভাইভা এর জন্য কল পাচ্ছেন না। অন্তত ৭০-৮০% চাকরীপ্রার্থীর জীবনে এরকমটা ঘটছে, যা অজানাই রয়ে যায়। দেশের বিভিন্ন নিয়োগদাতা এর উপর গবেষণায় এরকম তথ্য পাওয়া যায়। বেশিরভাগ সিভি/রিজুমি অসম্পূর্ণ অথবা উপস্থাপনা কৌশল মোটেই সন্তোষজনক নয়। এজন্য অনেক নিয়োগদাতা অনেকের সিভি ময়লার ঝুড়িতে ফেলে দেন। শুনতে খারাপ লাগলেও এমনটা ঘটছে। সিভি তৈরীর ক্ষেত্রে কিছু উপদেশ অবশ্যই মেনে চলতে হবে।

০১. কোনো তথ্য ভুল দেওয়া যাবে না। সব তথ্য হালনাগাদ থাকতে হবে।

০২. অন্য কোনো সিভি থেকে হুবহু কপি-পেস্ট করা থেকে বিরত থাকুন।

০৩. কোনো কোম্পানীকে সিভি পাঠানোর ক্ষেত্রে অবশ্যই কাভার লেটার পাঠাবেন এবং সিভি/রিজুমি pdf ফাইল করে পাঠাবেন।

০৪. আপনি যে পদে আবেদন করছেন, সেই পদের নাম Subject Line এ অবশ্যই উল্লেখ করবেন।

০৫. অনেকেই কম্পিউটার স্কিলস নিয়ে ভুল তথ্য দেন, যা মোটেই ঠিক নয়।

০৬. সিভিতে বাক্যের এলাইনমেন্ট (Alignment) ঠিক রাখতে হবে।

০৭. সিভির প্রতিটি শব্দ নির্ভুল লিখতে হবে। বাক্য গঠনে সবসময় সচেতন থাকতে হবে।

০৮. সিভি সবসময় নিজের ইমেইল এড্রেস থেকে পাঠাতে হবে। অনেকেই আত্মীয়স্বজন কিংবা ভাই-বোন এর ইমেইল ব্যবহার করে পাঠান, যা একেবারেই উচিত নয়। ইমেইল এড্রেসটি অবশ্যই প্রফেশনাল হতে হবে। ratertara@gmail.com, premikpurush@gmail.com, ekakinirala@gmail.com টাইপের ইমেইল এড্রেস ব্যবহার করবেন না কিংবা এরকম আইডি থেকে সিভি পাঠাবেন না।

০৯. কোনো ইমেইল থেকে ফরোয়ার্ড করে সিভি পাঠাবেন না।

১০. সিভি/রিজুমি ফাইলটির নামকরণে সতর্ক থাকতে হবে। অনেকেই শুধু cv1.doc, updated cv.doc এরকম নামে ফাইলটি সেভ করেন, যা ঠিক নয়।

১১. সিভিতে আপডেট ছবি এবং ডিজিটাল সিগনেচার ব্যবহার করবেন।

১২. সিভিকে বোরিং করা যাবে না। সিভিতে এমন কিছু কি-ওয়ার্ড ব্যবহার করবেন যা সম্পর্কে আপনি নিশ্চই অবগত আছেন। অনেক নিয়োগদাতা ভাইভা বোর্ডে সিভিতে উল্লেখিত শব্দ এর অর্থ জিজ্ঞাসা করেন, ক্ষেত্রবিশেষে চাকরীপ্রার্থীরা সেই অর্থ জানেন না। এজন্য সিভির সকল শব্দের সঠিক অর্থ এবং সমর্থক শব্দও জানতে হবে।

১৩. রেফারেন্স হিসাবে একাডেমিক এবং পূর্বের কোনো বস এর নাম, ঠিকানা এবং ফোন নম্বর ব্যবহার করবেন। আপনার সম্বন্ধে ধারণা আছে, এমন ব্যক্তিকে অবশ্যই রেফারেন্স হিসাবে উল্লেখ করবেন। অনেকেই মামা, খালু, আত্মীয়স্বজন এর নাম দেন, যা ঠিক নয়। রেফারেন্স হিসাবে যাদের নাম দিবেন, তাদেরকে অবশ্যই জানিয়ে রাখবেন। নিয়োগদাতা তাদেরকে কল দিয়ে আপনার সম্বন্ধে খোঁজ নিতেই পারে।

উপরে উল্লেখিত পয়েন্ট ছাড়াও অনেক বিষয় আছে, যা একটি পোস্টে উল্লেখ করে শেষ করা যাবে না। আমাদের কনটেন্ট রিসার্চার, দক্ষ সিভি রাইটার, নিয়োগদাতা এর সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ টিম আপনার বিষয়ে সম্যক ধারণা নিয়ে একটি প্রফেশনাল সিভি লিখে দিতে সহযোগিতা করতে পারে। এই সিভি/রিজুমি হতে পারে আপনার পরবর্তী জীবনের উন্নতির সোপান।

আপনার বর্তমান সিভি আমাদেরকে ইমেইল করতে পারেন: cv@monoputo.com এ।

সিভি লিখতে প্রয়োজনীয় তথ্য আমাদেরকে জানান অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন।

Office Address :

Confidence Tower, Building-2, 7D, 7th Floor, Shahjadpur Bus-Stand, Gulshan, Dhaka-1212.

Hotline : 01792-395969

Web : www.monoputo.com

We are comfortable with