photo

To start E-commerce Business

প্রত্যেক ব্যবসা শুরুর একটা চেক লিস্ট থাকে। ই-কমার্স এর ক্ষেত্রেও ব্যবসা ভেদে চেক লিস্ট ভিন্ন ভিন্ন ভাবে হতে পারে।

১. পণ্য বা সেবা নিয়ে বিস্তারিত জ্ঞান ( ধারণা দিয়ে কাজ চালানোর ধান্দা করা যাবে না )।

২. পণ্য বা সেবার স্থানীয় বা টার্গেট মার্কেট যাচাই ( বিদেশে চলছে এখানেও চলবে ভাবা যাবে না )।

৩. পণ্য বা সেবার আইনি কোন বাধা আছে কি না, তা যাচাই করতে হবে।

৪. ব্যবসায় প্রয়োজনীয় ডকুমেন্ট ও তাদের প্রদান প্রতিষ্ঠান ও গ্রহণের প্রসেস নিয়ে খোজ খবর নিয়ে নিশ্চিত হতে হবে।

৫. একটি মানসম্মত মার্কেটিং প্লান রেডি করতে হবে ( ব্রান্ডিং শুধু বুস্ট করলেই হয় না )।

৬. ডিস্ট্রিবিউশন বা সেবা প্রদানের একটি ফ্লোচার্ট রেডি করতে হবে ( এটা অনেকেই করেন না )।

৭. ইউজার ইন্টারফেস বা ওয়েব এর ফ্লোচার্ট রেডি করতে হবে।

৮. পণ্য সোর্সিং এর জন্য কয়েকটি ভেন্ডর বা ভালো উৎপাদন ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে সেবার ব্যাপারে আত্মতুষ্টি জরুরী।

৯. একটি বাজেট প্লান করতে হবে।

১০। একটি বর্ধিত বাজেট করতে হবে ( কোন কারণে প্রথম বাজেটে কাজ না হলে সর্বোচ্চ কত টাকা বেশি খরচ করবেন)।

১১. একটি এক্সিট প্লান করতে হবে।

১২. অফিস বা সেবা প্রদানের ঠিকানা নির্দিষ্ট করুন।

১৩. ট্রেড লাইসেন্স করে ফেলুন/ লিমিটেড হলে পেপার ঠিক করুন।

১৪. ব্রান্ডিং ডক্স রেডি করুন, প্রমোশনাল ডকও রেডি করুন।

১৫. ওয়েব সাইট রেডি করুন ( রেডি মানে রেডি, এমন তেমন নয় )।

১৬. ওয়েব যাচাই করান ও ক্লায়েন্ট ফিডব্যাক নিন।

১৭. সোর্সদের সাথে বা শ্রমিকদের সাথে একদিন বসুন এবং লক্ষ্য বর্ননা করুন।

১৮. পণ্য বা সেবার বর্ননা ( যথাযথ কন্টেন্ট) লিখে ফেলুন এবং ওয়েব ও ব্লগ এ প্রকাশ করুন।

১৯. সহায়ক সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে ফেলুন।

২০. একটি নিজেরা নিজেরা টেস্ট ড্রাইভ করুন ( ৩ থেকে ৫ দিন)।

২১. লঞ্চিং এর দিন প্রকাশ করুন ( চাইলে অফার দিতে পারেন )।

২২. যথা সময়ে লঞ্চ করুন।

২৩. মার্কেটিং প্লান এক্সিকিউট করুন ( ডানের বামের কথা শুনে বার বার রিফ্লেক্টেড হবেন না।

২৪. কল সেন্টার ও সাপোর্ট কে ফিডব্যাক অনুযায়ী ট্রেনিং করান।

২৫. কাস্টমার ফিডব্যাক নেবার ব্যবস্থা রাখুন।

২৬. বিভিন্ন কমিউনিটিতে নিজেদেরকে পরিচিত রাখুন।

২৭. অর্ডার আসা শুরু হলে বিসমিল্লাহ বলে সর্বোচ্চ সেবা ( পরিমিত লাভ করুন)। বিপদে ব্যবসা করার মানসিকতা পরিহার করুন।

২৮. অর্ডার না আসলে কর্মিদের ভবিষ্যৎ সম্পর্কে সাহস দিন –একেবারে না চললে ৩ থেকে ৫ মাস আগে থেকে কর্মিদের কর্ম রিপ্লেস করার সুযোগ দিন।

২৯. বাজেট অতিক্রান্ত হলে এক্সিট প্লান বাস্তবায়ন করুন।
৩০. ডোমেইন কেনার আগে ফেসবুক পেইজ তৈরী করবেন না।

ই-কমার্স ব্যবসার জন্য পড়াশোনা ও অভিজ্ঞতা শেয়ার করা থামাবেন না । মনে রাখবেন প্রতি ১০০ স্টার্টআপ এ ৫ জন হয়তো সফল হয়। সুতরাং সাবধানে এগোন।
আমরা আপনাকে যে বিষয়ে সরাসরি সহযোগিতা করতে পারবো---
০১. ডোমেইন/হোস্টিং ক্রয় (আপনার নামেই)
০২. লোগো ডিজাইন (অবশ্যই ক্রিয়েটিভ এবং ইউনিক)
০৩. কনটেন্ট ডেভলপমেন্ট
০৪. ওয়েবসাইট ডেভলপমেন্ট
০৫. গ্রাফিক্স ডিজাইন
০৬. ফেসবুক পেইজ ম্যানেজমেন্ট

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট www.monoputo.com ভিজিট করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969