photo

Copy Paste content

অন্যের টা কপি করে নিজের ওয়ালে বা নিজস্ব বিজনেজ পেইজে বা অন্য কোন অনলাইন প্লাটফর্মে পেস্ট করা অভ্যাস আমাদের অনেক দিনের। বলা যায়, এই মানসিকতায় আমরা রীতিমত জর্জরিত। বিশেষ করে বিভিন্ন থিম ভিত্তিক ছবিতো পেষ্ট করিই, অনেক সময় অন্যের বিজ্ঞাপন স্লোগান এমনকি লোগোটাও একটু এদিক সেদিক করে কপি করতে দেখা যায়। মনে রাখবেন, কপি করার মাধ্যমে আপনার দূর্বলতা এবং আপনার ছোটত্বই প্রকাশ পাচ্ছে। ভোক্তাদের কাছে এই ব্যাপারটা একটা মেসেজ দেয় আর সেটা হলো আপনার নিজস্বতা বলে কিছু নেই। নেহায়েত কোনো ব্যাকগ্রাউন্ড বা থিমেটিক ইমেজ ইন্টারনেট থেকে নেয়ার প্রয়োজন হলে সেটা একবার গুগল সার্চ এ দিয়ে দেখে নিতে পারেন এবং অবশ্যই দেশীয় কোনো কোম্পানী ইতোপেূর্বে ব্যবহার করেছে কি না তা দেখে নিন। চেষ্টা করুন আনকমন এবং আপনার পণ্যের সাথে বা আপনার টার্গেট কাস্টমারের সাথে যায়, এমন একটা কিছু বেছে নিতে। কিছু আইডিয়া নেওয়ার জন্য অন্য কারোর টা দেখা যেতে পারে তবে হুবুহু নয়। সংযোজন-বিয়োজন ও পরিমার্জন বলে একটা কথা তো আছেই।