photo

অনলাইন ফ্লাটফর্মে কন্টেন্টের গুরুত্ব

ইন্টারনেট কে কাজে লাগিয়ে ই-কমার্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ই-কমার্স ব্যবসা মূলত কন্টেন্ট এর উপর দাঁড়িয়ে আছে। কেননা ট্রেডিশনাল ব্যবসার মত এখানে সরাসরি গ্রাহককে পণ্য দেখানোর সুযোগ নেই। একমাত্র কন্টেন্ট এর মাধ্যমে তা অনুধাবন করার সুযোগ আছে। কন্টেন্ট গুলো যত সৃজনশীল ও সৃষ্টিশীল হবে, ব্যবসাও তত দ্রুত বৃদ্ধি পাবে। কন্টেন্ট যাতে ক্রিয়েটিভ হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

কন্টেন্ট বিভিন্ন ধরণের হতে পারে। যেমন- লেখা, ছবি, অডিও বার্তা, ডিজাইন, গ্রাফিক্স, অ্যানিমেশন ও ইনফোগ্রাফি ইত্যাদি।

বাংলাদেশে এখনও ই-কমার্স ফেসবুক নির্ভর। দিন যত যাবে ততবেশি কন্টেন্ট এর গুরুত্ব বৃদ্ধি পাবে। এর আসল কারন দুটি-

১) অনলাইনে বিক্রয়ের পরিমাণ বাড়ছে।
২) ক্রেতার মনোযোগ আকর্ষণ করার জন্য বিক্রেতাদের মাঝে প্রতিযোগিতা বাড়ছে।

এর ফলে কন্টেন্ট এর গুরুত্ব ও চাহিদা দিনদিন বাড়তে থাকবে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে। আলিবাবা ও অ্যামাজন এর ওয়েবসাইট দেখলেই বুঝা যায়, কন্টেন্ট এর গুরুত্ব কতখানি। একটি কথা মাথায় রাখতে হবে যে, সুন্দর কন্টেন্ট এর চেয়ে বেশি দরকার হচ্ছে অরিজিনাল তথা নিজস্ব কন্টেন্ট। নিজে নিজেই কন্টেন্ট তৈরি করতে হবে, অন্যের থেকে কপি পেস্ট করা যাবে না। কপি করার কারণে যদি একই কন্টেন্ট সব জায়গায় দেখা যায়, তাহলে ক্রেতার মনে দাগ কাটাতে ব্যর্থ হবে। কন্টেন্ট দিয়ে রাতারাতি ভালো কিছু করা সম্ভব নয়, এর জন্য অপেক্ষা করতে হবে। নিয়মিত নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে। অনিয়মিত কন্টেন্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।